শিক্ষাবর্ষ | বিভাগ | ছাত্র | ছাত্রী | মোট |
২০২২-২০২৩ | মানবিক | ৪৪১ | ৩৭৩ | ৮১৪ |
ব্যবসায় শিক্ষা | ৭০ | ৬০ | ১৩০ | |
বিজ্ঞান বিভাগ | ৪০ | ৩৪ | ৭৪ | |
বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) | ১০২ | ৪৪ | ১৪৬ | |
সর্বমোট = | ১,১৬৪ |
শিক্ষাবর্ষ | ছাত্র | ছাত্রী | মোট |
১ম বর্ষ | ২০০ | ২৭০ | ৪৭০ |
২য় বর্ষ | ২৭৯ | ২৩০ | ৫০৯ |
৩য় বর্ষ | ২১১ | ২১০ | ৪২১ |
৪র্থ বর্ষ | ২৫৪ | ২৪০ | ৪৯৪ |
সর্বমোট = | ১,৮৯৪ |
সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালার দরবারে যিনি বস্তুবাদী শিক্ষার যুগেও আমাদেরকে দ্বীনি শিক্ষার সম্প্রসারণে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন।
ইহকালীন ও পরকালীন সফলতা এবং মুক্তির জন্য ছেলে-মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সফলতাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর্থ সামাজিক উন্নয়নে জাগতিক শিক্ষার প্রয়োজনও কম নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিশুদ্ধ ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত এবং নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে। এ সমস্যা দূরীকরণের একমাত্র পথ হল ইসলামি শিক্ষা ও জাগতিক শিক্ষার সু-সমন্বয় সাধন। সমাজের এ মহান প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ডিসেম্বর ২০২১ সালে ঐতিহ্যবাহি খুলনার বয়রাতে “তাযকিয়াহ একাডেমি” নামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করা হয়।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মনোদৈহিক উন্নয়নে ইলমে ওহীর জ্ঞানের বিকল্প নেই। “তাযকিয়াহ একাডেমি” এর শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।
ড. ফাতিমা ইয়াহইয়া
প্রিন্সিপাল
তাযকিয়াহ একাডেমি
বয়রা, খুলনা,বাংলাদেশ
মোবাইল: ০১৭১৬-১৬৯৩৯০
ই-মেইল: fatimashf@gmail.com