শিক্ষার্থীদের শ্রেণিভিক্তিক তথ্য

শিক্ষাবর্ষবিভাগছাত্রছাত্রীমোট
২০২২-২০২৩মানবিক৪৪১৩৭৩৮১৪
ব্যবসায় শিক্ষা৭০৬০১৩০
বিজ্ঞান বিভাগ৪০৩৪৭৪
বিএম (বিজনেস ম্যানেজমেন্ট)১০২৪৪১৪৬
সর্বমোট =১,১৬৪
শিক্ষাবর্ষছাত্রছাত্রীমোট
১ম বর্ষ২০০২৭০৪৭০
২য় বর্ষ২৭৯২৩০৫০৯
৩য় বর্ষ২১১২১০৪২১
৪র্থ বর্ষ২৫৪২৪০৪৯৪
সর্বমোট =১,৮৯৪
রেক্টর এণ্ড ফাউণ্ডার

ড. মো: আমিনুল ইসলাম

রেক্টর এণ্ড ফাউণ্ডার

বিস্তারিত

প্রিন্সিপাল

ড. ফাতিমা ইয়াহইয়া

প্রিন্সিপাল

বিস্তারিত

সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালার দরবারে যিনি বস্তুবাদী শিক্ষার যুগেও আমাদেরকে দ্বীনি শিক্ষার সম্প্রসারণে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন।

 

ইহকালীন ও পরকালীন সফলতা এবং মুক্তির জন্য ছেলে-মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সফলতাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর্থ সামাজিক উন্নয়নে জাগতিক শিক্ষার প্রয়োজনও কম নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিশুদ্ধ ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত এবং নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে। এ সমস্যা দূরীকরণের একমাত্র পথ হল ইসলামি শিক্ষা ও জাগতিক শিক্ষার সু-সমন্বয় সাধন। সমাজের এ মহান প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ডিসেম্বর ২০২১ সালে ঐতিহ্যবাহি খুলনার বয়রাতে “তাযকিয়াহ একাডেমি” নামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করা হয়।

 

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মনোদৈহিক উন্নয়নে ইলমে ওহীর জ্ঞানের বিকল্প নেই। “তাযকিয়াহ একাডেমি” এর শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।

 

ড. ফাতিমা ইয়াহইয়া 
প্রিন্সিপাল
তাযকিয়াহ একাডেমি
বয়রা, খুলনা,বাংলাদেশ
মোবাইল: ০১৭১৬-১৬৯৩৯০
ই-মেইল: fatimashf@gmail.com